Friday, September 13, 2019

নতুন ধাঁচের প্রশ্নে একটি মডেল টেস্ট!


█▒▒▒ U P D A T E ▒▒▒▒█

আজ ঢাবি "গ" ইউনিটের ভর্তি পরীক্ষায় লিখিত অংশের প্রশ্নপত্র ও উত্তরপত্র আলাদা হয়েছে; তাই লিখিত অংশের প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
তোমরা কি "খ" ইউনিটের ভর্তি পরীক্ষার আগে এই নতুন ধাঁচের প্রশ্নে একটা মডেল টেস্ট দিতে চাও?

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Thursday, August 1, 2019

ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০!


ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি দেখতে এখানে—ক্লিক—করুন

Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Thursday, July 11, 2019

নোটবুক প্রদানের নোটিশ!


ঢাবি "খ" ইউনিট ভর্তি পরীক্ষার ২০ দিন আগে প্রকাশিত হবে আমাদের ৬টি PDF বই।

সেগুলো হলো:—
• Newspaper Digest ঢাবি "খ" সংখ্যা ২০১৯
• প্রভাতি IQ Bank
• প্রভাতি ICT Notebook
• প্রভাতি CAMAT Bank
• প্রভাতি ঢাবি "খ" Book Digests
• প্রভাতি English Grammar Notebook

Note: এসব ই-মেইলে নিতে চার্জ দিতে হবে ১০০ টাকা; মাধ্যম bKash।
এসব ছোট ছোট নোটবই। অল্প সময়েই পড়ে ফেলা সম্ভব।
তাই অধিক নম্বর পেতে সংগ্রহ করুন।

নিতে সম্মত হলে ম্যাসেজ করে জানিয়ে দিন, বই তৈরি হয়ে গেলে আমরা SMS দিয়ে জানিয়ে দেবো।

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Thursday, July 4, 2019

ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা!


২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই মোতাবেক "খ" ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর শনিবার এবং "ঘ" ইউনিট এর ২৭ সেপ্টেম্বর  শুক্রবার।

অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ৫ আগস্ট ২০১৯ থেকে এবং চলবে ২৭ আগস্ট ২০১৯ পর্যন্ত।

এ বছরের নতুন পরীক্ষা পদ্ধতি বিষয়ে এই ঘোষণায় আপডেট কিছু বলা হয় নি, আগের বিবৃতিই দেওয়া হয়েছে যে, ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে, ৪০ নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের ধরন কীরূপ হবে সে বিষয়ে সামনের সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।

Monday, July 1, 2019

লিখিত অংশের উত্তর লেখার নির্দেশনা!


২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে ঢাবির ভর্তি পরীক্ষায় প্রবর্তিতব্য লিখিত অংশের প্রশ্নের উত্তর কীভাবে লিখবে তা জানতে এখানে—ক্লিক—করুন

Thanks  |  ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

ক্যামাট— এর মানবণ্টনের নোটিশ!


২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে ঢাবি ভর্তি পরীক্ষায় MCQ এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে মিডিয়া হতে আমরা তিন ধরণের তথ্য পেয়েছি; ঢাবি কতৃপক্ষের ঘোষণার বরাত দিয়ে কেউ বলেছে— ৬০ নম্বরের MCQ পরীক্ষা হবে এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে (ফলে ১০০ নম্বরের পরীক্ষা হবে), কেউ বলেছে— ৬০ টি MCQ প্রশ্ন থাকবে ও ৪০ টি লিখিত প্রশ্ন থাকবে, আবার কেউ বলেছে— পূর্বের যে ১২০ নম্বরের পরীক্ষা নেওয়া হতো এখন এই ১২০ নম্বরের ৬০% MCQ পদ্ধতিতে এবং ৪০% লিখিত পদ্ধতিতে নেওয়া হবে (ফলে ৭২ নম্বরের MCQ এবং ৪৮ নম্বরের লিখিত)।

আর, নতুন এই পদ্ধতিতে কোন বিষয়ে কত নম্বর থাকবে তা এখনও জানায়নি ঢাবি কতৃপক্ষ।
তবে— এবার ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় Intellectual Thinking কে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে MCQ পদ্ধতিতে এই উৎস হতে তথা Intellectual Thinking হতে কোনো প্রশ্ন ঢাবিতে হতো না।

তাই আমরা একটি ডোমো মানবণ্টনে ক্যামাট (মডেল টেস্ট) নিবো। এতে মানবণ্টন হবে নিম্নরূপ—

• MCQ ৬০% এর জন্য—
বাংলা— ১৫ টি প্রশ্ন
ইংরেজি— ১৫ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ৩০ টি প্রশ্ন

• লিখিত ৪০% এর জন্য—
বাংলা— ১০ টি প্রশ্ন
ইংরেজি— ১০ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ১৫ টি প্রশ্ন
Intellectual Thinking— ৫ টি প্রশ্ন

সেইসঙ্গে এই অংশে বাংলা এবং ইংরেজি প্রশ্নগুলোতেও Intellectual Thinking প্রয়োগ করা হবে।

Thursday, June 6, 2019

ঢাবি "খ" এর জন্য যেসব বই পড়বে—


DUKUAPP এর পক্ষ থেকে কয়েকটি বই প্রকাশ করার পরিকল্পনা থাকলেও এবছর আর তা সম্ভব হলো না।
এছাড়াও স্পন্সর না পাওয়ায় আমাদের অনলাইন লাইব্রেরির "নোটবুক" বিভাগটিও সম্পাদনা করা সম্ভব হলো না।
তাই তোমরা পরিপূর্ণ প্রস্তুতি নিতে সিলেবাস ফলো করে নিম্নোক্ত বইসমূহ অধ্যয়ন করতে পারো:—

উচ্চমাধ্যমিক বাংলা 'সাহিত্য পাঠ'।
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণী)।
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা -ড. সৌমিত্র শেখর।
MP3 বাংলা।

HSC "English for Today (For Classes XI-XII)".
Common Mistakes in English -T.J. Fitikids (বাংলা ভার্সন)।
MP3 English Review.

বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণী)।
সামাজিক বিজ্ঞান (নবম-দশম শ্রেণী) (১৯৯৬ এর সিলেবাস)।
মাধ্যমিক ইতিহাস (নবম-দশম শ্রেণী) (১৯৯৬ এর সিলেবাস)।

ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রশ্নব্যাংক।
ক্রিয়েটিভ প্রশ্নব্যাংক।
MP3 সাধারণ জ্ঞান (বাংলাদেশ)।
MP3 সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)।
কারেন্ট অ্যাফেয়ার্স সালতামামি ২০১৮।
কারেন্ট অ্যাফেয়ার্স: জানুয়ারি ২০১৯- সেপ্টেম্বর ২০১৯।
কারেন্ট অ্যাফেয়ার্স BCS বিশেষ সংখ্যা।
দৈনিক 'প্রথম আলো' অথবা— সাপ্তাহিক নিউজপেপার ডাইজেস্ট অনলাইন (লিংক→ newspaperdigestbd.blogspot.com)।
প্রভাতি তথ্যপ্রযুক্তি নোটবুক।
♪ BBC News বাংলা— দৈনিক দুইবার; সকালে- প্রত্যুষা/প্রভাতী এবং রাতে- প্রবাহ/পরিক্রমা।
→ এসব পড়লেই যথেষ্ট, অযথা কোচিং এর শিট পড়ে সময় নষ্ট করবে না। এই বইগুলো হতে যা পড়বে তা মনে রাখতে পারলেই চাঞ্চ হবে।

Note: 'ক্রিয়েটিভ প্রশ্নব্যাংক' বাজারে কিনতে পাওয়া যাবে না। এটি পড়তে হলে আমাদের অনলাইন লাইব্রেরি বিভাগ থেকেই পড়তে হবে।

তোমার প্রশ্ন জানাতে পারো—
ফোন: +৮৮০১৭৪৬৩১৫৬৩৯
ফেসবুক: facebook.com/mahadihasan24

তোমার স্বপ্ন পূরণে | DUKUAPP

Tuesday, May 28, 2019

ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এর সাথে ৪০ নম্বরের লিখিত পরীক্ষার সিদ্ধান্ত!


২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে এমসিকিউ এর সঙ্গে লিখিত পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেটে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আগামী ভর্তি পরীক্ষা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। সিন্ডিকেটে সিদ্ধান্ত পাশ হয়েছে। এখন একাডেমিক কাউন্সিল ও জেনারেল অ্যাডমিশন কমিটি এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নেবে।’

গত কয়েক বছর ধরে ২০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে। এর মধ্যে ১২০ নম্বর এমসিকিউ এবং বাকি ৮০ নম্বর জিপিএ’র ভিত্তিতে বন্টন করা হতো।

আরও আপডেট জানতে এখানে—ক্লিক—করুন।

Monday, March 11, 2019

২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে লিখিত পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত!


২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে ঢাবির ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই আমাদেরকে সেভাবেই অগ্রসর হতে হবে। আর সেভাবেই আমরা আমাদের প্রস্তুতি পদ্ধতি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকবো।

Saturday, March 9, 2019

DUKUAPP Noticeboard!


ঢাবি "খ" ভর্তির অফিসিয়াল নোটিশ সহজে দেখতে সময়মত DUKUAPP এর এই Noticeboard ব্লগটি ভিজিট করুন।

আমরা যথাসময়ে সব খবরাখবর আপডেট করবো।