Monday, July 1, 2019

ক্যামাট— এর মানবণ্টনের নোটিশ!


২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে ঢাবি ভর্তি পরীক্ষায় MCQ এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে মিডিয়া হতে আমরা তিন ধরণের তথ্য পেয়েছি; ঢাবি কতৃপক্ষের ঘোষণার বরাত দিয়ে কেউ বলেছে— ৬০ নম্বরের MCQ পরীক্ষা হবে এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে (ফলে ১০০ নম্বরের পরীক্ষা হবে), কেউ বলেছে— ৬০ টি MCQ প্রশ্ন থাকবে ও ৪০ টি লিখিত প্রশ্ন থাকবে, আবার কেউ বলেছে— পূর্বের যে ১২০ নম্বরের পরীক্ষা নেওয়া হতো এখন এই ১২০ নম্বরের ৬০% MCQ পদ্ধতিতে এবং ৪০% লিখিত পদ্ধতিতে নেওয়া হবে (ফলে ৭২ নম্বরের MCQ এবং ৪৮ নম্বরের লিখিত)।

আর, নতুন এই পদ্ধতিতে কোন বিষয়ে কত নম্বর থাকবে তা এখনও জানায়নি ঢাবি কতৃপক্ষ।
তবে— এবার ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় Intellectual Thinking কে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে MCQ পদ্ধতিতে এই উৎস হতে তথা Intellectual Thinking হতে কোনো প্রশ্ন ঢাবিতে হতো না।

তাই আমরা একটি ডোমো মানবণ্টনে ক্যামাট (মডেল টেস্ট) নিবো। এতে মানবণ্টন হবে নিম্নরূপ—

• MCQ ৬০% এর জন্য—
বাংলা— ১৫ টি প্রশ্ন
ইংরেজি— ১৫ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ৩০ টি প্রশ্ন

• লিখিত ৪০% এর জন্য—
বাংলা— ১০ টি প্রশ্ন
ইংরেজি— ১০ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ১৫ টি প্রশ্ন
Intellectual Thinking— ৫ টি প্রশ্ন

সেইসঙ্গে এই অংশে বাংলা এবং ইংরেজি প্রশ্নগুলোতেও Intellectual Thinking প্রয়োগ করা হবে।

No comments:

Post a Comment