Thursday, July 30, 2020

কীভাবে ওয়েব অ্যাপ ব্যবহার করে "ঢাবি খ ইউনিট" এর প্রস্তুতি নিবেন?


এইবার যারা এইচএসসি পরীক্ষা দিবে তারা এই বন্ধের মধ্যে এইচএসসি'র পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতিও নিয়ে নাও; কারণ এবার আর এইচএসসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য পূর্বের মতো সময় পাবে না। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ামাত্র ভার্সিটিগুলো ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু করবে। তাই আজ বর্ণনা করবো কীভাবে ওয়েব অ্যাপ ব্যবহার করে মানবিক এর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিবেন।

গুগল এর "Play Store" থেকে Anker অ্যাপসটি ইনস্টল করে নিন (প্লে-স্টোরে গিয়ে Anker - Website to App লিখে সার্চ দিলে সহজেই অ্যাপটি পাবেন)।
এরপর Anker অ্যপসটি ওপেন করলে একটি উইন্ডো আসবে।
উইন্ডোতে যেখানে https:// লেখা আছে সেখান থেকে "https://" লেখাটি কেটে দিয়ে লিখুন http://dukuapp.blogspot.com/2019/03/du-kha-preparation.html?m=1
এবং Shortcut title এর যায়গায় লিখুন ঢাবি খ প্রস্তুতি
এরপর CHOOSE ICON লেখাটিতে ক্লিক করলে একটি দুই অপশন এর প্রশ্ন করবে, তখন STORAGE অপশনে ক্লিক করে একটি Icon ফটো (এই পোস্টে দেওয়া ফটোটি) যোগ করে দিন।
ফটোটি যোগ হলে CREATE SHORTCUT লেখাটিতে ক্লিক করুন। ক্লিক করলে আবারও একটি দুই অপশন এর প্রশ্ন আসবে।
এবার Add অপশনে ক্লিক করুন। তাহলেই "ঢাবি খ প্রস্তুতি" এর ওয়েব অ্যাপ এর শর্টকাট তৈরি হয়ে আপনার ফোনের হোম স্ক্রিনে উঠে থাকবে।

এবার হোমস্ক্রিনের সেই "ঢাবি খ প্রস্তুতি" শর্টকাট ব্যবহার করে ঢাবি "খ" ইউনিটের প্রস্তুতি শুরু করুন।
আর হ্যা, নেট কানেকশন চালু না থাকলে কিন্তু "ঢাবি খ প্রস্তুতি" ওয়েব অ্যাপটি চলবে না।

Note: Anker অ্যাপসটি ফোন থেকে আনইন্সটল করবেন না। এটি আনইন্সটল করলে "ঢাবি খ প্রস্তুতি" ওয়েব অ্যাপটি আপনার ফোনের হোমস্ক্রিন থেকে ভেনিস হয়ে যাবে।

Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

No comments:

Post a Comment