প্রায় প্রতিবছরই আমাদের কাছে বেশকিছু ভর্তি পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা প্রস্তুতির হোম টিউটর চেয়ে থাকে। এ বছর শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে স্থিমিত হয়ে পড়ার পরেও কিছু চাহিদা আছে এবং আশা করা যায় এইচএসসি পরীক্ষা শুরু হলে এই চাহিদা অনেক বাড়বে।
এ বছর যারা আমাদের এই প্রকল্পের কার্যক্রমে অংশ নিয়ে নিজের অবস্থানরত এলাকার কাছাকাছি মানবিকের অ্যাডমিশনভিত্তিক হোম টিউটর হিসেবে কাজ করতে চান তারা এই বিধিমালাটি দেখুন—
১. ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী দামী সাবজেক্ট নিয়ে পড়াশুনা করেন তারা এই প্রোগ্রামের হোম টিউটর হিসেবে কাজ পাবেন।
২. যারা গত বিসিএসে প্রিলিতে টিকে লিখিত পরীক্ষা দিয়েছেন এবং অর্থসংকটের কারণে এই প্রকল্পে কাজ করার ইচ্ছা পোষণ করছেন তারা এ প্রোগ্রামে কাজ পাবেন।
৩. এর বাইরে যারা এই প্রোগ্রামের হোম টিউটর হতে চান তাদেরকে একটি টেস্ট দিতে হবে। টেস্টে যারা ভালো ফলাফল করবেন তারা এই প্রোগ্রামে অ্যাডমিশনভিত্তিক হোম টিউটর হিসেবে কাজ পাবেন।
*বেশিরভাগ হোম টিউটরের চাহিদাই আসে ঢাকায় পড়াশুনা করা শিক্ষার্থীদের মধ্যে থেকে।
Note: এই প্রোগ্রামের শিক্ষকদের রেজিস্ট্রেশন ফি ৫০০/- টাকা; তবে এটি প্রিপেইড নয়, এটি পোস্টপেইড— ছাত্রকে পড়ানোর পর প্রথম যে সম্মানী পাবেন তা থেকে ৫০০/- টাকা ফি দিলেই হবে।
Thanks | ধন্যবাদ
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639
No comments:
Post a Comment